শাহরিয়ার কবির রিমন, ইবি ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।
আজ বুধবার বিকালে ‘ডি’ ইউনিটের গ্রুপ-৪ এর পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয় এবারের ভর্তি পরীক্ষা। এবার ভর্তি পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি হয়নি বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ও মঙ্গলবার ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।
এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ আসকারী বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”
প্রসঙ্গত, এবার ২ হাজার ৩০৫টি আসনের বিপরীতে ৬১ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী চূড়ান্ত আবেদন করেন। এর মধ্যে প্রায় ৯২ শতাংশ আবেদনকারী পরীক্ষায় অংশ নেয়।
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’