গোপালগঞ্জে সেলাই ও ব্লক-বাটিকের উপর দু’দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবি ও সোমবার কাশিয়ানী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ৫০ জন অংশগ্রহণকারী অংশ নেয়।
কর্মশালার উদ্বোধন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মাঈনুদ্দিন। এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক প্রতিভা অধিকারী, ফ্যাশন ডিজাইনার সাবিনা ইয়াসমিন ও মো: রেজাউল হক, ইউপি চেয়ারম্যান বি এম হারুন অর রশিদ প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।
সেলাই ও ব্লক-বাটিকের উপর দু’দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত।
Warning: Use of undefined constant yes - assumed 'yes' (this will throw an Error in a future version of PHP) in /home/samakaln/public_html/wp-content/themes/samakalnews24/template-parts/content.php on line 37
 
	





























