৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
পাইকগাছায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে হেলথ্... উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত, অর্ধকোটি... পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১০০ একর বনভূমি... খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন...

শিক্ষককে শিবির আখ্যা দেওয়ার প্রতিবাদে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের মানববন্ধন

  সমকাল নিউজ ২৪

শাহরিয়ার কবরি রিমন,ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ::

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক প্রক্টর ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকটনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে ইবি শাখা ছাত্রলীগের বিদ্রোহী নেতাকর্মীরা শিবির আখ্যা দেয়ার প্রতিবাদে শাখা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা মানববন্ধন করেছে।আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কে শিবির মুক্ত করে প্রগতিশীলতা চর্চার উর্বরক্ষেত্র তৈরীর অগ্রনায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমানকে শিবির আখ্যা ও কুশপুত্তলিকা দাহ যারা করেছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং শাখা ছাত্রলীগের ভাবমূর্তি ফিরিয়ে আনতে প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন, রোজদার আলী রুপম, আনিচুর রহমান লিটন সাবেক সাংগঠনিক সম্পাদক, রাসেল জোয়ার্দ্দার সাবেক সাংগঠনিক সম্পাদক, শাহজাহান কবির সোহেল, মাসুদ হোসেন,মিজানুর রহমান টিটো, রানু হোসেন, মঞ্জুরুল ইসলাম, মিরাজ খান, কানন আজিজ, শফিক খান, ইলিয়াস জোয়ার্দ্দার, জামিরুল ইসলাম, জিল্লুর রহমান, অনিক, আশরাফুল ইসলাম, আবুল খায়ের মোল্লাসহ প্রায় অর্ধশত সাবেক ছাত্রলীগের নেতাকর্মী।

উল্লেখ্য,গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের ফোরাম ‘শাপলা ফোরাম’ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুর রহমানের কুশপুত্তলিকা দাহ করে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদবঞ্চিত ও বিদ্রোহী দলের নেতারা।

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
কুষ্টিয়া বিভাগের সর্বশেষ
ওপরে