৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বরগুনা সদরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ... দিনাজপুর-৫ বি এন পি-র মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা’র... চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার চাঁদপুরে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় হামলা, বিএনপির এমপি...

বাগেরহাটে রহস্যজনক মৃত্যু মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

 এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাটঃ সমকাল নিউজ ২৪

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মোড়লডাঙ্গা গ্রামে মুজিবুর রহমান শেখ (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি করেছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

 

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে মোড়লডাঙ্গা গ্রামের নিজাম শেখের বাগানে একটি মেহগনি গাছের ডালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহত মুজিবুর রহমান শেখ ওই গ্রামের গোলাপ শেখের ছেলে।

 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, মরদেহের কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি হত্যা-তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

এদিকে মুজিবুর রহমানের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে চলছে নানা গুঞ্জন এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা।

 

নিহতের ভাই জিল্লাল শেখ ও হাবিব শেখ অভিযোগ করে বলেন, মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি আর ফেরেননি। সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তাদের দাবি, এটি পরিকল্পিত হত্যা। তারা আরও জানান, নিহত মুজিবুর রহমানের স্ত্রী দীর্ঘদিন ধরে পিত্রালয়ে বসবাস করছেন। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় দুই ছেলে নিয়ে তিনি নিজ বাড়িতেই বসবাস করতেন।

 

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বাগেরহাট বিভাগের সর্বশেষ
বাগেরহাট বিভাগের আলোচিত
ওপরে